নওগাঁর ব্যবসায়ীদের দাবি— মিনিকেট নামে ধান আছে, চালও হয়
সংবাদ সম্মেলনে ধান্য চাউল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি নীরদ বরণ সাহা চন্দন বলেন, ‘৩০ বছর ধরে বাজারে কমবেশি মিনিকেট চাল আছে। অথচ কখনো কখনো বলা হচ্ছে, মিনিকেট নামে কোনো ধান নেই। নওগাঁ, নাটোর ও কুষ্টিয়ার বেশ কিছু অঞ্চলে মিনিকেট জাতের ধান পাওয়া যায়। তাহলে এটি কোন ধান? প্রচার করা হয়…